রাসেল আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
২০২৩ ব্যাচ, প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ
২মার্চ ২০২৫, রোজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলার কাগইল করুণা কান্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে তিন দিনব্যাপী আন্তঃ ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং কাগইল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাগইল হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা. নীল রতন দেব। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব ও শিক্ষক আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কাগইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, সহ-সভাপতি কাগইল ইউনিয়ন বিএনপি ও সভাপতি মীরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ জনাব মো. আব্দুস সবুর (সবুজ), উপজেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও কাগইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আজমল হোসেন শীষ।
#অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাগইল হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্টজনরা, যার মধ্যে ছিলেন-শিক্ষকবৃন্দ: আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, দশরথ চন্দ্র দেবনাথ, রঞ্জু মিয়া-
#প্রাক্তন কৃতি শিক্ষার্থী: তরুণ কুমার দত্ত রিপন, তৌহিদুল ইসলাম রুবেল, মাহবুবুর রহমান মাহবুব, আলপনা কবির বাবু, ফিরোজ আহমেদ, আবু হাসনাত লেমন, শাফিউল ইসলাম সিহাব, আবু নাছের রকি, আবু জাফর, মানিক মিয়া, গোলাম রব্বানী শামীম, গুপ্ত কুমার দাস
#বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য অতিথি: সোহেল রানা, সজীব আকন্দ, রিয়াদ আহমেদ সেতু, আব্দুল মান্নান, মেহেদী হাসান জিম, মেহেদী হাসান
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
প্রধান অতিথি আশরাফ হোসেন তার বক্তব্যে বলেন, “খেলাধুলা করলে মন ও শরীর দুটোই সুস্থ থাকে। ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্ট প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। আশা করছি, আগামী দিনেও এই ঐতিহ্য অব্যাহত থাকবে।”
ফাইনাল ম্যাচে ২০২৩ সালের এসএসসি ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর ২০১৭ সালের ব্যাচ রানার্সআপ হয়। বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন।
শেষে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।