মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ত্রিশাল উপজেলা ছাত্র দল,ও নজরুল কলেজ শাখা ছাত্র দল। ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিন বাঁচাও স্লোগানে মঙ্গলবার -৮ এপ্রিল- দুপুর ১২টায় সরকারী নজরুল কলেজ গেইট এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইস্কুল, কলেজ ,ও সচেতন নাগরিকরা একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন
এই সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও নিন্দা জানায় বক্তরা। এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।আমরা শান্তিপূর্ণ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এই বার্তা দিতে চাই নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই সকলের মানবিক দায়িত্ব।ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ এবং গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানানো হয়।