বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
গাজায় ইসরাইলি হামলার ঘটনায় ব্যতিক্রম প্রতিবাদ জানানো হয়েছে বাংলাদেশ রেলওয়ের লোকো মাস্টারদের পক্ষ থেকে। এরই অংশ হিসেবে বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া লোকোশেডে দু’টি লোকোমোটিভ (ইঞ্জিন) একসঙ্গে করে হর্ণ বাজানো হয়।
আখাউড়া রেলওয়ে জংশন লোকোশেড সূত্র জানায়, বেলা ১১টার আগেই দু’টি লোকোমোটিভ আনা হয়। ঠিক ১১টার সময় টানা ৩০ সেকেন্ড হর্ণ বাজিয়ে প্রতিবাদ জানানো হয়। এ সময় লোকোমোটিভে সহকারি পরিচালক বিপ্লব চৌধুরী, সহকারি চালক বেলায়েত হোসেন, সহকারি চালক এস আর মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।