বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ তোফায়েল প্রকাশ তুফান নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নয়াদিল-দেবগ্রাম সেতুর কাছে ডাকাতির প্রস্তুতির সময় তাকে গ্রেপ্তার করা হয়। তুফান উপজেলার টানুয়াপাড়া এলাকার জমসিদ মিয়ার ছেলে।
শনিবার দুপুরে আখাউড়া থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে দায়িত্বপালনকালে পুলিশের কাছে খবর আসে ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত তিনটার দিকে দেবগ্রাম-নয়াদিল সেতুর কাছে পুলিশ অভিযান চালালে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে কাঠের বাটযুক্ত ধারালো দা, আরেকটি ধারালো দা, একটি কুড়াল, একটি কাঠের বাটযুক্ত ধারালো ছুরি, একটি চিকন বাঁশের লাঠি, একটি কাঠ উদ্ধার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, এ ঘটনায় আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে শনিবার আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে আগেও ডাকাতি, চুরিসহ বিভিন্ন মামলা রয়েছে।