হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভয়াশ্রমে নৌ-পুলিশের বিশেষ অভিযানে আটক ৭ জেলে।
গত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আলীগঞ্জ,হরিনাথপুর ইউনিয়নের আবুপুর সহ আশেপাশে নদীতে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে এস আই মিন্টু বেদ্য সহ একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন।তখন অবৈধভাবে মাছ শিকারের অপরাধে আটক করা হয়।আটক জেলেদের মধ্যে ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।বাকি ৪ জন জেলেকে মৎস্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও নদী থেকে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল,সাড়ে ৩ শত কেজি জাটকা উদ্ধার করা হয়েছে।উদ্ধার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও জাটকা মাছ বিভিন্ন এতিম খানা,গবীর দুস্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।একটি কাঠের ট্রলার জব্দ করা হয়েছে।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জানান তাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে।জাতীয় সম্পদ রক্ষায় সকল নৌ-পুলিশ কাজ করে যাচ্ছে।