রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে আয়েশা আফরোজা (১৪ ) নামের এক স্কুল ছাত্রী ও নুর মোহাম্মদ মাহমুদ (৬৫) নামের এক বৃদ্ধের ফাঁস লাগানো লাশ পৃথক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ ।
সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় রামগঞ্জ পৌরসভার রতনপুর গ্রামের মোল্লা বাড়ীর প্রবাসী আবুল হোসেনের কন্যা ও রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আয়েশা আফরোজা তার মায়ের সাথে অভিমান করে ঘরের মধ্য ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানায়।
অপরদিকে মঙ্গলবার ( ২২) এপ্রিল সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের সোনাগাজী বাড়ীর একটি বাগান থেকে গলায় ফাঁস লাগানো নুর মোহাম্মদ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
জানগেছে, নুর মোহাম্মদ সোমবার ( ২১) এপ্রিল সন্ধ্যায় নিজ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালে পাশ্ববর্তী বাড়ীর লোকজন উত্তর হাজীপুর সোনাগাজী বাড়ীর বাগানের একটি গাছে নূর মোহাম্মদের ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশ কে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান,নুর মোহাম্মদ মৃত্যুর প্রকৃত কারন ময়নাতদন্তের পর জানা যাবে। অভিভাবকদের থেকে কোন অভিযোগ না পাওয়ায় স্কুল শিক্ষার্থী আয়েশা আফরোজার লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত