কামরুল ইসলাম, জেলা প্রতিনিধি নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য পদে নির্বাচন/ ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।
আজ ১৭ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল হতে মাদ্রাসা হল রুমে ভোট গ্রহণ শুরু হয়। এবতেদায়ী ও দাখিল শাখায় ১ পদের জন্য তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলিম শাখায় ১ পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফাজিল শাখায় ১ পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩ পদে অভিভাবক সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারে মোট ভোটার সংখ্যা ১১৭২ জন,
ভোট কেন্দ্রের দায়িত্বে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্বে পালন করেন, জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আশরাফ উজ- জামান,
তিনি বলেন এবারের গভর্নিং বডি অভিভাবক সদস্য পদের ভোট গ্রহণ উৎসব মুখর পরিবেশে মধ্যে দিয়ে সুন্দর ভাবে চলছে।
উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ, মাওলানা তোজাম্মেল হোসেন বলেন, গোলমুন্ডা ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডি অভিভাবক সদস্য পদের নির্বাচন উৎসব মুখর পরিবেশে মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।